You can download the brush illustration with gaye holud Banner PNG image with transparent background for free just by clicking the "Download". No matter you only need a image or add a new background to the image, gaye holud, bengali marriage, holud sondha, haldi night vector (EPS or AI) images which are also available for you to edit your design in Illustrator. They can be downloaded via the "Download EPS (AI)" link.
গায়ে হলুদ অনুষ্ঠানে ব্যানার ডিজাইন
গায়ে হলুদ বাঙালি জাতির বহু প্রচলিত উৎসবের একটি। এটি মুলতঃ বিয়ে সম্পর্কিত একটি আচার যেটি বর ও কনে
উভয়পক্ষ দ্বারা পালিত হয়। গায়ে হলুদের রীতি সুদীর্ঘ অতীত থেকে চলে আসছে। তবে গায়ে হলুদ উৎসবটা এখন রং ও ছন্দের খেলা।
তাই তো এই দিনে সাজ-পোশাকে অনন্য হয়ে ওঠার আকাক্সক্ষা থাকে সব বর-কনেরই...
বিয়ে মানেই মহাযজ্ঞ। বিয়ের আনুষ্ঠানিকতার প্রথম ধাপ হলো গায়ে হলুদ। আর এ অনুষ্ঠানই সবচেয়ে বেশি
জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। তাই কনের সাজ-পোশাক সবকিছুতেই চাই পরিপূর্ণতা। কুটুমবাড়িতে বিয়ের তত্ত্ব
পাঠানো থেকে শুরু করে হলুদের স্টেজে বর-কনেকে আশীর্বাদস্বরূপ হলুদের ছোঁয়া দেওয়া সবই কেবল হলুদ
সন্ধ্যার আয়োজনকে কেন্দ্র করে। আর বাঙালির এই গায়ে হলুদের রীতি চলে আসছে বহুকাল আগে থেকে।
সব ঠিক থাকলেও আয়োজনের ভোল পাল্টেছে। এখন গায়ে হলুদ মানে রং এবং নানা ছন্দের খেলা। তাই তো
এই দিনে সাজ-পোশাকে বর-কনের সঙ্গে পরিবার, প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই মেতে ওঠেন
হলুদ সন্ধ্যার উৎসবের আনন্দে।
Tags: #বিয়েতে গায়ে হলুদ পালনের রহস্য #গায়ে হলুদের রীতির প্রচলন যেভাবে #গায়ে হলুদ এর বিষয়ে যা জানা দরকার #গায়ে হলুদের সাজ #গায়ে হলুদ #গায়ে হলুদ ব্যানার # গায়ে হলুদের ব্যানার ডিজাইন #বিয়ের ব্যানার ডিজাইন #How To Make Gaye Holud banner Design #Yellow banner design on the body #wedding banner #marriage banner #Married Celebration Banner Design in Illustrator #arotd banner #arotd gaye holud banner #wedding banner
Nice and Unic Gaye holud Banner Design
ReplyDelete